সিএসসিআর ও সিএসসিআর কার্ডিয়াকের যৌথ উদ্দ্যোগে ডা. জামাল আহমদ স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে
হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ ছিলেন ডাঃ জামাল আহমেদ। চট্টগ্রামে বিশ্বমানের হৃদরোগ চিকিৎসা প্রদানের ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। চট্টগ্রামে আধুনিক হৃদরোগ চিকিৎসার সাথে জড়িয়ে আছেন ডাঃ জামাল আহমদ। গত ০২/০৫/২০২৫ ইং শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম ক্লাবে আয়োজিত প্রয়াত হৃদরোগ চিকিৎসক ডাঃ জামাল আহমদের স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিএসসিআর হাসপাতাল এবং সিএসসিআর কার্ডিয়াক আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেন ডাঃ জামার আহমদ ছিলেন দূরদর্শীসম্পন্ন কর্মবীর মানুষ। জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি কাজকে প্রধান্য দিয়েছেন। তিনি ছিলেন চট্টগ্রামে হৃদরোগ চিকিৎসা ও ব্যবস্থাপনার পথিকৃৎ। অনুষ্ঠানে হৃদরোগ বিষয়ক এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। সিএসসিআর’র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ মুলকুতুর রহমানের সভাপতিত্বে বৈজ্ঞানিক সেমিনারে “হার্ট ফেইলিউর” বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন হৃদরোগ বিশেষজ্ঞ ও ইউনাইটেড হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ এন. এ. এম মোমেনুজ্জামান ও ডাঃ মোহাম্মদ আশিকুল হক। অধ্যাপক ডাঃ এন. এ. এম মোমেনুজ্জামান তার প্রবন্ধে সচেতন থাকার উপর গুরুত্ব আরোপ করে বলেন হার্ট ফেইলিউর এমন একটা বিপদ জনক অবস্থ্যা যেখানে হৃদপিন্ড শরীরের চাহিদা অনুযায়ী রক্ত পাম্প করতে পারে না, এটি ক্যান্সারের থেকেও দ্রুত প্রানঘাতি হতে পারে। বাংলাদেশে হার্ট এ্যাটাক চিকিৎসার অবহেলা ও অনিয়মিত চিকিৎসা এই রোগের প্রধান কারণ। এই রোগের চিকিৎসা ব্যায়বহুল এতে রোগীর জীবনমান অনেক খানি কমে যায়। ডাঃ আনিসুল আউয়াল ও ডাঃ মেহেরুন্নিসা খানমের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।