cscr cardiac, cscr hospital, cscr diagnostic, cscr medical, besr cardiac centre in chittagong

সিএসসিআর কার্ডিয়াকে,জটিল রোগীর হার্টে রিং প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে

সিএসসিআর কার্ডিয়াকে,জটিল রোগীর হার্টে রিং প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে

সিএসসিআর কার্ডিয়াকের উদ্দ্যোগে বিখ্যাত ইন্টারভেশনাল কার্ডিওলজিষ্ট, ইউনাইটেড হাসপাতাল, হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ এন. এ. এম মোমেনুজ্জামান স্যার এর নেতৃত্বে একটি ওয়ার্কশপ সিএসসিআর ক্যাথল্যাবে অনুষ্ঠিত হয়, পরবর্তীতে তিনজন জটিল রোগীর হার্টের রিং পরানো হয়। এর মধ্যে দুইজনের অবস্থা খুবই খারাপ ছিলো এবং সার্জন বাইপাস (CABG) করা যাবে না বলে দেন। এবং ৩য় জন সিঙ্গাপুর গিয়েছিলেন চিকি’সা করানোর জন্য কিন্তু সিঙ্গাপুরের চীফ কার্ডিয়াক সার্জন কিছু করা যাবে না বলে ফেরত পাঠায়। মোমেন স্যারের নেতৃত্বে টিম একজনের রক্তনালীতে ৬ টি ডিভাইস ( ৫টি স্টেন্ট ও ১ টি DCB) এবং অপর জনের ২টি DCB সম্পন্ন করেন ও অন্যজনের Left Main এ একিটি রিং পরানো হয় এই ধরনর জটিল কেস আগে অনেকেই করতে চাননি। ডাঃ এন. এ. এম মোমেনুজ্জামান স্যার এর সাথে ছিলেন সিএসসিআর কার্ডিয়াকের ম্যানেজিং পার্টনার ডাঃ মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী, এবং ডিরেক্টর ডাঃ মোঃ নুর উদ্দিন তারেক, ডাঃ আনিসুল আউয়াল ও ডাঃ কাজী শামীম আল মামুন।

প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞদের তত্বাবধানে বিশ্বমানের সমন্বিত হৃদরোগের চিকিৎসাসেবার প্রতিস্রুতি নিয়ে চট্টগ্রামে কার্যক্রম শুরু করেছে সিএসসিআর কার্ডিয়াক।

(হৃদয় দিয়ে, হৃদয়ের যত্ন)

 

4 Comments

  1. Clustering

    Alhamdulillah for everything. Life is filled with blessings if we take the time to notice them. Gratitude is a powerful tool that brings peace and contentment. Let’s always remember to be thankful for the small and big things alike. Do you think practicing gratitude daily can change our perspective on life? WordAiApi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *